বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ওপর কালভার্ট!
পাপ্পু মাহমুদ ॥

বাঁশের উপর ভর করে দাঁড়িয়ে আছে কালভার্ট। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কালভার্টটি নিয়ে এমন আশঙ্কা এলাকাবাসীর। কালভার্টটি হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের পশ্চিম হাটিলা খান বাড়ির সামনে।

খোঁজ নিয়ে জানা যায়, কালভার্টটি দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে। এলাকার মানুষ নিজ উদ্যোগে বাঁশ দিয়ে ঠেকা দেয়। প্রতিদিনই এ রাস্তা দিয়ে দুই গ্রামের অনেক মানুষ যানবাহনে যাতায়াত করে। আতঙ্ক নিয়ে পার হতে হয় কালভার্টটি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, কালভার্টটি আমাদের নজরে এসেছে। পাশেই একটি কালভার্ট করার প্রস্তাব পাঠিয়েছি। এটার প্রস্তাব পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান মুন্সী জানান, দুই গ্রামের বাসিন্দাদের জন্যে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। চলাচল বন্ধ হওয়ার ভয়ে এলাকাবাসী কালভার্টটি বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রেখেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়