প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ভোটার রয়েছে ৪শ’ ৭৩ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ৪৫৫ জন। বাতিল ৫ ভোট, বৈধ ৪৫০ ভোট। ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় অফিসার ফারুক আলম।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ গিয়াস উদ্দিন (ছাতা) ও সাধারণ সম্পাদক পদে আবু ইউসুফ লস্কর (মোমবাতি) নির্বাচিত হয়েছেন। সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ভোট পেয়েছেন ২৬৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক হোসেন মুফতী পেয়েছেন ১৮৮ ভোট। সাধারণ সম্পাদক আবু ইউসুফ লস্কর ২৩৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম সরকার পেয়েছেন ২১৫ ভোট।
ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল ইসলাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল এবং ওসি(তদন্ত) মোঃ মাসুদ।
নির্বাচন পরিচালনা করেন এ সংক্রান্ত কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম, সদস্য মোহাম্মদ নাজমুল খান ও মামুন মিয়া।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, নূর মোহাম্মদ খান, মোঃ মিজানুর রহমান, রহমত উল্লাহ সরকার, আফরোজা মাসুদ, আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিন্টু ও নাসির উদ্দিন খোকা নির্বাচিত হয়েছেন।