বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আর্থিক সহায়তা প্রদান
বিমল চৌধুরী ॥

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুর জেলা কমিটির আয়োজনে সমিতির অসহায় সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি সমিতির সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, জীবদ্দশায় অর্পিত দায়িত্ব শেষ করে সম্মানের সাথে অবসরে যাওয়া একজন চাকুরিজীবীর কাছে সত্যি খুব আনন্দ ও গর্বের বিষয়। আপনারা সকলেই সেই সৌভাগ্যবান সরকারি কর্মকর্তা-কর্মচারী। আজ অধিক বয়সেও আপনারা সহকর্মীদের জন্যে কাজ করে যাচ্ছেন। যা সত্যিই প্রশংসনীয়।

তিনি বলেন, আপনারা আমাকে আপনাদের আপনজন ভাববেন। যেকোনো প্রয়োজনে আমাকে বলবেন। আমি আপনাদের পাশে দাঁড়াতে চেষ্টা করবো। তিনি সমিতির অসহায় সদস্যদের মাঝে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, জরুরি চিকিৎসা ও কন্যার বিবাহ অনুদানের চেক প্রদান করেন।

সমিতির সভাপতি মোঃ সেকান্দর আলী মিয়াজীর সভাপ্রধানে ও সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম মজুমদার। এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদারসহ সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ৬ হাজার টাকা করে ১৩ জনকে শিক্ষাবৃত্তি, ৩ হাজার টাকা করে ৩২ জনকে এককালীন অনুদান এবং ৬ হাজার টাকা করে ২০ জনকে জরুরি চিকিৎসা ও কন্যার বিবাহের জন্য অনুদানের চেক প্রদান করা হয়।

উল্লেখ, ১৯৯৭ সালে সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানুষের কল্যাণে বিভিন্নভাবে সেবামূলক কাজ করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়