প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিরস্ত্র) অনুপ কুমার দে ও সঙ্গীয় ফোর্স এই মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ শ্রী রামপুর গ্রামে আসামী ফারুকের ঘর থেকে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক (৩৫)কে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।