প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
হাজীগঞ্জে বুধবার দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে নিজ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন এ দুই বীর মুক্তিযোদ্ধা। উভয়কে বীর মুক্তিযোদ্ধাকে সশস্ত্র সালাম প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ। উপজেলার ৫নং সদর ইউনিয়নের অলিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম তরিক উল্লাহ পাঠানের গার্ড অব অনার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ। কর্মকর্তাদ্বয় এরপরেই গার্ড অব অনার দেন উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের ফিরোজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজ উদ্দৌলাকে।
উভয় বীরের গার্ড অব অনার শেষে স্ব স্ব এলাকায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমদ্বয়ের জানাজায় বীর মুক্তিযোদ্ধাগণ ছাড়াও কয়েক শতাধিক স্থানীয় মুসল্লি অংশ নেন।