প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় ২শ’ পিচ ইয়াবাসহ শরীফ খান (৩৫) নামে এক মাদকস¤্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার উপ-পরিদর্শক তরুণ কান্তি ও সহকারী উপ-পরিদর্শক রামু রায় সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার কোয়া খান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়ির আব্দুল আলী খানের ছেলে শরীফ খানের কাছ থেকে ২শ’ পিচ ইয়াবা ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসবসহ শরীফ খানকে গ্রেফতার করে পুলিশ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, মাদকস¤্রাট শরীফ খানকে ২শ’ পিচ ইয়াবা ও নগদ ২০ হাজার টাকাসহ গ্রেফতার করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।