প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ১১৭ জন সদস্য শপথবাক্য পাঠ করেছেন। গতকাল ১০ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
এ সময় নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়নে সততার সাথে কাজ করতে হবে। আজকে আপনারা যে দায়িত্ব পেয়েছেন তা ধরে রাখতে হবে। শপথ ভঙ্গ করলে আপনারা দায়ী থাকবেন। আপনাদের উপর দেশের উন্নয়ন অনেকটাই নির্ভরশীল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপ্রধানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন, সমাজসেবা অফিসার আবু ইসহাক, প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুর রহমান প্রমুখ।