প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে চোর চক্রকে ধরিয়ে দেয়ায় প্রাইভেটকার চালক আব্দুল মান্নানের পাশে দাঁড়ালেন সংবাদকর্মীরা। বুধবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার চর কুমিরা গ্রামের গাজী বাড়িতে সংবাদকর্মীরা তার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। উপহার হিসেবে উন্নতমানের শীতের চাদর, পরিবারের প্রয়োজনীয় বাজার ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের অনুপ্রেরণায় সাংবাদিক আনিছুর রহমান সুজন, জাকির হোসেন সৈকত, গাজী মমিন ও মোঃ আব্দুস সালাম উপহার সামগ্রী নিয়ে সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে ড্রাইভার আঃ মান্নানের বাড়িতে ছুটে যান।
উল্লেখ্য, ১২ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সংঘবদ্ধ একটি চোর চক্র পিকআপ ভ্যানে করে গভীর রাতে ক'টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রাইভেটকার চালক আব্দুল মান্নান জীবনের ঝুঁকি নিয়ে ওই চোর চক্রকে ধাওয়া করে ধরিয়ে দিতে সক্ষম হন। এ সময় তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি নিজেও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর পরই আব্দুল মান্নানের এমন সাহসী কর্মকা- গণমাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন মাধ্যম থেকে আব্দুল মান্নানের ভূয়সী প্রশংসা করা হয়।
এর আগেও আব্দুল মান্নানকে তার প্রশংসনীয় কাজের জন্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।