মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

দানশীল কার্তিক চন্দ্র সাহার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের খ্যাতিমান ব্যবসায়ী বিশিষ্ট ধর্মানুরাগী, দানশীল কার্তিক চন্দ্র সাহার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার পুরাণবাজার নিতাইগঞ্জস্থ (শ্রী শ্রী অনুকূল ঠাকুর মন্দির সংলগ্ন) অনুকূল পল্লীর নিজ বাসভবনে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও মঙ্গল কামনায় আদ্যশ্রাদ্ধ ও পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করেন তার হতভাগ্য পুত্র অন্তর সাহা (অনু) ও হৃদয় সাহা (বিনু)। দুপুরে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মধ্যাহ্ণভোজ। উক্ত অনুষ্ঠান সমূহে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ আমন্ত্রিত অতিথিদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।

শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যাহ্ণভোজে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ চন্দ্র দাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, পৌর কাউন্সিলর মালেক শেখ, পৌর মহিলা কাউন্সিলর ফেরদৌসী আক্তারসহ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, চাঁদপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগদানপূর্বক প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। শ্রাদ্ধ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় প্রয়াতের স্ত্রী, পুত্র, কন্যা ব্যস্ত থাকায় আগত অতিথিদের স্বাগত জানান চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও প্রয়াতের ছোট ভাই দিলীপ চন্দ্র সাহা।

উল্লেখ, কার্তিক চন্দ্র সাহা গত ২৪ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় তার নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগ করে, তার সাধনোচিতধামে গমন করেন (দিব্যান লোকান্স গচ্ছতু)। জীবদ্দশায় প্রয়াত কার্তিক চন্দ্র সাহা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, সংস্কারসহ বহু সামাজিক জনকল্যাণমুখী কাজ করেছেন। তিনি একজন দানশীল ব্যক্তি হিসেবে সকল মহলে সমান পরিচিতি লাভ করেন। তিনি বছর ৫ আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হাসপাতাল ও প্রতিথযশা ডাক্তারদের চিকিৎসা গ্রহণপূর্বক সপ্তাহের ২-৩ দিন করে কিডনি ডায়ালিসিস করে আসছিলেন, জনশ্রুতি রয়েছে, ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস, ভক্তি আর জনকল্যাণকর কাজের জন্য তিনি মানুষের আশীর্বাদে কিডনি ডায়ালিসিস করেও দীর্ঘদিন বেঁচে ছিলেন। তার মৃত্যুতে সনাতন ধর্মাবলম্বী চাঁদপুরবাসী সকলেই শোক প্রকাশপূর্বক তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়