প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের বিভিন্ন বেসরকারি তথা প্রাইভেট হাসপাতাল থেকে সরকারি জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট দেয়া হয়েছে। গতকাল ১৩টি প্রাইভেট হাসপাতাল থেকে ১৩টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার জেনারেল হাসপাতালে প্রদান করা হয়। এ তথ্য জানান বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। তিনি জানান, সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অক্সিজেনের সঙ্কট দেখা দেয়। এ অবস্থায় সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ ও হাসপাতালে আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানান হাসপাতালে অক্সিজেন সাপোর্ট দেয়ার জন্যে। তখন অ্যাসোসিশনের সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহসহ অন্যদের সাথে পরামর্শ করে আমরা চাঁদপুর শহরের প্রাইভেট হাসপাতালগুলো থেকে অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট দেয়ার সিদ্ধান্ত নেই। এরপর আমরা শহরের ১৩টি প্রাইভেট হাসপাতাল থেকে অক্সিজেন ভর্তি ১৩টি সিলিন্ডার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেই। হাসপাতালগুলো হলো : প্রিমিয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রেইনবো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হানি ছিদ্দিক মেমোরিয়াল হসপিটাল, পদ্মা হাসপাতাল, কর্ণফুলী হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, চাঁদপুর জেনারেল হাসপাতাল, বেলভিউ হাসপাতাল, কাজী লজ্জাতুননেছা হাসপাতাল, চাঁদপুর মেডিকেল সেন্টার, নাভানা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বারাকা হাসপাতাল ও আল-মানার হাসপাতাল। প্রাইভেট হাসপাতালগুলো এই সহযোগিতায় করায় সিভিল সার্জন ও সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।