প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী আজ ২৪ জানুয়ারি। আজ সকাল ৮টায় মরহুম আরাফাত রহমান কোকোর বনানীস্থ কবরস্থান প্রাঙ্গণে কোরআন খানি ও বিশেষ দোয়া মাহফিলের উদ্যোগগ্রহণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
দুপুর ১২টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানায় বিশেষ দোয়া এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে বলে জানা যায়