বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:০১

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম। তিনি বলেন, বিগত দিনে আমাদের নেতা-কর্মীরা দলের জন্যে অনেক শ্রম ঘাম দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৫ বছর বিজয় দিবসে আমরা মুক্তভাবে কথা বলতে পারিনি।শুধু কথা বলাই নয়, আমাদেরকে এক প্রকার বন্দি করে রেখেছিলো ফ্যাসিবাদী সরকার। শেখ হাসিনা যে স্টিম রোলার চালিয়েছিলো তা আপনারা দেখেছেন। তার পরিণতি হিসেবে তাকে এদেশ থেকে নির্লজ্জের মতো পালিয়ে যেতে হয়েছে। এরশাদের চেয়ে ন্যাক্কারজনকভাবে তার পতন হয়েছে। শেখ হাসিনা শেখ মুজিবকে বাংলাদেশের চেয়ে বড়ো করে তুলেছিলো । আপনারা বলেন, বাংলাদেশ বড়ো না শেখ মুজিব বড়ো।আমরা কখনো এই ভুল করিনি।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মনে আঘাত করেছে মোদি। বাংলাদেশের মানুষ হিন্দুস্থানকে বন্ধু মনে করে। এখানে ছোট- বড়ো কোনো পার্থক্য নেই। কোনো অবস্থাতে প্রভুত্ব করার চেষ্টা করলে বাংলার ২০ কোটি মানুষ ছেড়ে দিবে না।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে এককভাবে দেশ চালাবে না। সকলকে নিয়ে বিএনপি দেশ চালাবে। তারেক রহমান আরো বলেছেন, এক ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হবে না।তার মানে বিএনপি তারেক রহমান ক্ষমতার লোভ করে না। বিএনপি তারেক রহমান চায় এদেশের উন্নয়ন।

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, যুগ্ম সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, জেলা মৎসজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাঁতী দলের সদস্য সচিব মুজিবুর রহমান লিটন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমানের ডাকে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিলো তা ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয়ের মাধ্যমে শেষ হয়। দেশের বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে এ বিজয় ছিনিয়ে এনেছে। তাই ১৬ ডিসেম্বর আমাদের গর্বিত এবং মহিমান্বিত বিজয় দিবস।

শহিদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি ভূখণ্ডের জন্ম হতো না। আমরা লাল সবুজের পতাকা পেতাম না। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ জিয়ার অবদান অস্বীকার করে গেছেন। এর পরিণাম তারা ভোগ করতে শুরু করেছে। তারা এখন দেশ থেকে বিতাড়িত।

জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. কোহিনূর রশিদ, জেলা জাসাসের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রতন, বিএনপি নেতা ব্যারিস্টার জহির উদ্দিন বাবরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে চাঁদপুর জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোবারক সিকদার ও পৌর জাসাসের আহ্বায়ক শাওন পাটওয়ারীর পরিচালনায় জাসাস কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়