বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫

ফরিদগঞ্জ হাইওয়ে হোটেল উদ্বোধন

ফরিদগঞ্জ হাইওয়ে হোটেল  উদ্বোধন
ফরিদগঞ্জ প্রতিনিধি

ফরিদগঞ্জে ডায়াবেটিস হাসপাতালের দক্ষিণ পাশে স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো আরাফাত হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট।

শুক্রবার সন্ধ্যায় রেস্টুরেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন। অনুষ্ঠানে তিনি বলেন, হোটেলে অবশ্যই স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবার পরিবেশন করতে হবে এবং খাবারের দাম মানুষের নাগালের মধ্যে থাকতে হবে, তাহলেই রেস্টুরেন্টটি সফলতা লাভ করবে। ফরিদগঞ্জে আধুনিক মানের একটি হাইওয়ে রেস্টুরেন্টের অভাব ছিলো। আর সেই অভাব কিছুটা হলেও পূরণ হবে এবার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সাদেকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুকবুল আহমেদ মিজি, রাজনীতিবিদ ও সমাজসেবক নজরুল ইসলাম পাটোয়ারী, মার্কেটের প্রতিষ্ঠাতা শাহজাহান পাটোয়ারী, রাজনীতিবিদ ও সমাজসেবক আমজাদ হোসেন শিপন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. নজরুল ইসলাম ও পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল নোমান সাদী। অনুষ্ঠানে হোটেলের পরিচালক আব্দুর রাজ্জাক রাজা উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আরাফাত রেস্টুরেন্ট চাইনিজ এন্ড পার্টি সেন্টার নামে আব্দুর রাজ্জাক রাজার আরো একটি প্রতিষ্ঠান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়