প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর শহরে দু মাদকসেবী গ্রেফতার
গতকাল ১৯ জানুয়ারি বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ শুক্কুর আলী (৪০), পিতা- আঃ কাদের ভূঁইয়া, সাং-৩নং কয়লাঘাট ও মোঃ জাহেদ (১৮), পিতা-মৃত শফিক বেপারী সাং-বড়স্টেশনকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত মাদকসেবীদেরকে বিনাশ্রম কারাদ- এবং অর্থদ- প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।