সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ০০:০০

শাহরাস্তিতে বাড়ছে করোনা
মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ৩ মাস ধরে সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকলেও গত সপ্তাহে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এন্টিজেন টেস্ট ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ খোরশেদ আলম জানান, গত ১০ দিনে র‌্যাপিড এন্টিজেন ল্যাবে ৪৯টি নমুনা ও চাঁদপুরের ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরটিপিসিআর পরীক্ষায় ৭ জনের করোনা পজেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, গত ১০ দিনে ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। করোনার নতুন ধরন অমিক্রন ও শীত কেন্দ্রিক সংক্রমণ থেকে বাঁচতে যথাযথ শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো অবস্থাতেই মাস্ক ব্যবহার ত্যাগ করা যাবে না। তিনি সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত র‌্যাপিড এন্টিজেন টেস্ট ল্যাবে ২ হাজার ২৩টি ও চাঁদপুরের ভাষাবিদ এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ২ হাজার ৯শ’ ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ৪শ’ ৭৬ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৩২ জন মারা গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়