সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ০০:০০

ডাঃ ওয়ালীউর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডাঃ ওয়ালীউর রহমান মজুমদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় হাসপাতালের সভা কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমানের সভাপ্রধানে ও ডাঃ নোমানের পরিচালনায় বিদায়ী অতিথির শুভকামনা ও তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন চাঁদপুর বিএমএ সভাপতি ডাঃ সৈয়দ নূরুল হুদা, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ সালেহ আহমদ, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুননবী মাসুম ও শিশু বিভাগের রেজিস্টার ডাঃ মাহবুব আলী খান।

বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার মাকসুদা আকতার, সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসী আক্তার, আবু ইউসুফ, হিসাবরক্ষক অলি উল্লাহ মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, দায়িত্বে থাকাকালে ডাঃ অলিউর রহমান মজুমদার চিকিৎসা সেবায় বেশ সুনাম অর্জন করেছেন। আজকে বিদায় না, তার শুভ কামনায় এ অনুষ্ঠান। আমাদের প্রফেশনাল ইউনিটি সবাই সবাইকে সর্বাত্মক সহযোগিতা করে। এ সম্পর্ক অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করে সংবর্ধিত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়