প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার সাবেক জনপ্রিয় প্যানেল চেয়ারম্যান ও কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারীর আজ ৩য় মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৯ সালের ১৮ জানুয়ারি পবিত্র জুমার দিন ভোর ৪টা ২০মিনিটে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৮৫ বছর বয়সী এ জনপ্রতিনিধি মৃত্যুকালে ৪ ছেলে ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আগামী শুক্রবার পারিবারিকভাবে ছোট্ট পরিসরে দোয়া আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারী পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আঃ জলিল বেপারীর পুত্র। তিনি একজন সদাহাস্যোজ্জ্বল, মানবিক ও পরোপকারী ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন।
তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চাঁদপুর লবণ শ্রমিক ইউনিয়নের সভাপতি, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পৌর হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, পূর্ব শ্রীরামদী ইসলামিয়া জামে মসজিদের সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্সের সদস্য এবং পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ক্লাবের উপদেষ্টা ম-লীর সদস্যসহ বিভিন্ন পেশাজীবী ও সমাজিক সংগঠন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।