প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০
কচুয়া পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে কচুয়া নিউলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দোয়া ও মিলাদের মাধ্যমে উক্ত সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আলহাজ আবু হানিফা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার, বিশ^রোড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রুবেল, প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মহিন উদ্দিন, মাওলানা আক্তার হোসেন, সমাজসেবক ইলিয়াছ মিয়া, ফারিয়ার সভাপতি সালাউদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানা, মেডিকেল অফিসার ডাক্তার রেফায়েত উর রহমান, প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ কামরুল হোসেন, মহিন উদ্দীন, দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মহিন উদ্দিন ও দেলোয়ার হোসেন বলেন, চিকিৎসক ও স্থানীয় যুবকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত কচুয়া নিউলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার থেকে কচুয়ার জনগণ ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, ইসিজি, ডায়াবেটিস, প্যাথলজিক্যাল সকল পরীক্ষা সমূহ কম খরচে করতে পারবে। এখানে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত রোগী দেখবেন। এ সময় এই প্রতিষ্ঠানে কচুয়ার সর্বস্তরের জনগণকে চিকিৎসা সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তারা।