প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানার একজন এএসআই-এর হামলায় গুরুতর আহত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি সোমবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত আইনজীবী ও জিয়া মঞ্চ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডঃ আবদুল্লাহিল বাকীকে দেখতে যান এবং তার শয্যাপাশে বেশ কিছুক্ষণ অবস্থান করে শারীরিক অবস্থার এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, দেওয়ান সফিকুজ্জামান, মুনীর চৌধুরীসহ অন্যরা।