সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুরে জাতীয় শিক্ষক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন
অনলাইন ডেস্ক

জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি রোববার সকালে শহরের একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান।

তিনি বলেন, নীতি-নৈতিকতাসম্পন্ন আদর্শবান উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। অথচ আজ শিক্ষকরা নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন করতে হচ্ছে। বর্তমান সরকার শিক্ষকদের অধিকার ও মূল্যায়ন প্রতিষ্ঠা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ উন্নত রাষ্ট্রে এখনো স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা নিজেদের বেতন-ভাতা আদায়ে রাজপথে নামতে হয়। তিনি বলেন, নিজেদের মর্যাদা অক্ষুণœ রাখা ও নৈতিকতাসম্পন্ন দক্ষ জাতি গঠনে দেশের শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক প্রিন্সিপাল আনোয়ার আল-নোমানের সভাপ্রধানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রিন্সিপাল নাসির উদ্দিন।

জেলা শিক্ষক ফোরামের সদস্য সচিব মাওঃ মাহদী হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আনছার আহমদ, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন প্রমুখ।

সম্মেলনে জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার ২০২২-২৩ সেশনের জন্যে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে প্রিন্সিপাল মাওলানা আনোয়ার আল-নোমান সভাপতি, মুফতী আবু নাঈম তানভীর সিনিয়র সহ-সভাপতি, মাস্টার ছিদ্দিকুর রহমান, মাওলানা মেহেদী হাসান সাধারণ সম্পাদক ও প্রফেসর মোশাররফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়