সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০০:০০

অসাম্প্রদায়িক চেতনায় কাক্সিক্ষত লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবে
বিমল চৌধুরী ॥

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গ্যালাক্সী রিসোর্ট লিঃ নিবেদিত সপ্তাহব্যাপী ‘সম্প্রীতির বন্ধন’ অনুষ্ঠানের তৃতীয় দিনে সংবর্ধিত হলেন চাঁদপুরের চার বিশিষ্ট ব্যক্তি। ১৬ জানুয়ারি রোববার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সাহিত্য একাডেমী, চাঁদপুরের মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত এবং বিশিষ্ট ছড়াকার ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া।

প্রফেসর অসিত বরণ দাশ বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে তার কাক্সিক্ষত লক্ষ্যে। মধ্যযুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত হানাহানি, মারামারি, রক্তপাত, মানুষে মানুষে যতো বৈষম্য সৃষ্টি করাসহ যা কিছুই হয়েছে, এর সব কিছুই মানুষকেন্দ্রিক। আমরা মনে করি, ধর্মকে কেন্দ্র করে বিভেদ-বিভাজন সৃষ্টি করা কোনো ভালো কাজ হতে পারে না। মানুষে মানুষে বিভেদ-বিভাজন সৃষ্টি করার জন্যে ধর্ম নয়। সামাজিক বৈষম্য দূর করে মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টির নামই হলো ধর্ম। আর তা করতে পারলেই সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। বুঝতে হবে ধর্মনিরপেক্ষতা আর ধর্মহীনতা এক কথা নয়।

স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় সম্প্রীতির বন্ধন অনুষ্ঠানে শিক্ষা, সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্যে প্রফেসর অসিত বরণ দাশ, প্রফেসর রতন কুমার মজুমদার, রোটারিয়ান কাজী শাহাদাত ও ডাঃ পীযূষ কান্তি বড়–য়াকে সংবর্ধনা প্রদান করা হয়।

‘মানবতার সেবার মাধ্যমেই জীবনের সার্থকতা’ স্লোগানে চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন স্বরলিপির আয়োজনে ও চাঁদপুর থিয়েটার ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত সপ্তাহব্যাপী সম্প্রীতির বন্ধনে গতকাল বিকেল সাড়ে ৩টা থেকে শুরু করে পর্যায়ক্রমে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, সুরধ্বনি সংগীত একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করে। অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনা এবং জসিম মেহেদীর কথা ও নির্দেশনায় রাত ৮টায় অনুষ্ঠিত হয় পরিবেশিত হয় নাটক ‘দৈনিক জীবন বাণী’। প্রতিটি অনুষ্ঠানজুড়েই ছিলো দর্শকদের ব্যাপক উপস্থিতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়