সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে বিএনপি নেতার দোকানঘর ও বসতবাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানের দোকানঘর ও বাসাবাড়িতে হামলা এবং ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনাবাজারে এ ঘটনা ঘটে। এ সময় বাজারে থাকা মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হর্ণিদুর্গাপুর গ্রামের আজিজুর রহমান ও একই এলাকার আবদুস ছাত্তার মজুমদারের সাথে জায়গা-জমির ভোগদখল নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে মদিনাবাজারে থাকা আজিজুর রহমানের আধাপাকা দোকানঘরের দেয়াল ভেঙ্গে ওই স্থানে নতুন টিনের বেড়া দিয়ে রাখে। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আজিজের বসতঘরেও হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় আতঙ্কগ্রস্ত আজিজুর রহমান জীবন রক্ষার্থে বসতঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান নেন। পরে পুলিশ এসে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন।

ভুক্তভোগী আজিজুর রহমান বলেন, রোববার ভোরে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মদিনাবাজারে থাকা আমার ১৩টি দোকানঘরে হামলা ও ভাংচুর করে। ঘটনার সাথে সাথেই আমি মুঠোফোনে থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছি।

ভোগদখলীয় জায়গা জোরপূর্বক দখল হয়ে যাওয়ার আশঙ্কায় গত ১০ জানুয়ারি আজিজুর রহমান নিজে বাদী হয়ে আবদুস ছাত্তার মজুমদারকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি জিডি করেছেন (জিডি নং : ৪৭৯, তাং ১০ জানুয়ারি ২০২২)।

অভিযোগের বিষয়ে অপরপক্ষ আব্দুস ছাত্তার জানান, ১৯৮৩ সালে এই ভূমি আমাদের নামে রেজিস্ট্রেশন করে দলিল সূত্রে আমরা মালিক। আজিজুর সে সময় ক্ষমতার দাপট দেখিয়ে ভূমি দখল করে নেয়। দলিলসূত্রে আমরা মালিক, সে আলোকে আমরা মাহফুজ পাটোয়ারী, আকরাম হোসেন ও এমরান হোসেনদের কাছে ভূমি বিক্রির জন্যে বায়না করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়