প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০০:০০
গতকাল রোববার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ানকে দেখতে গিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি মুক্তিযোদ্ধা মালেক দেওয়ানের শয্যাপাশে অবস্থান করে তার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন এবং তার উপর হামলাকারীর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেক ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিজি, সদর উপজেলা কমিটির সভাপতি সফিক বেপারী প্রমুখ।