প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০০:০০
তীব্র শীতে খানিকটা উষ্ণতা দিতে হাফিজিয়া মাদ্রাসার গরিব ও এতিম ছাত্রদের পাশে দাঁড়ালেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর প্রেসক্লাব। চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ বাহের খলিশাডুলি ফকির আব্দুস সোবহান চিশতি (রঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে পৌর মেয়র ও প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। গতকাল রোববার দুপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দ মাদ্রাসায় উপস্থিত হয়ে ছাত্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা ও সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক আব্দুল মুন্নাফ তালুকদার, কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাক, শিক্ষক মাওঃ আব্দুল হান্নান নিজামী, মাস্টার মহিউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির বছরব্যাপী নেয়া কর্মসূচি মানবিক ও সামাজিক কর্মকা-ের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ।