সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০০:০০

শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নস্থ শাহতলী জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সোহেল রুশদী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে গভর্নিং বডিকে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের সম্পদ রক্ষণাবেক্ষণ, অবকাঠামো উন্নয়ন, লেখাপড়ার মান বৃদ্ধির ক্ষেত্রে মনিটরিং জোরদার করতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সাথে সাথে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের প্রতিষ্ঠানে যথাসময়ে আগমন-প্রস্থান নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষক কিংবা স্টাফ অনিয়ম কিংবা বিশৃঙ্খলা করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতিষ্ঠানের ভবনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, করোনাকালে বিধি-বিধান মেনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। এটা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির একটা বড় সাফল্য। যারা এখনো টিকা দেয়নি তাদেরকে দ্রুত টিকার আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

১৫ জানুয়ারি শনিবার দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষকদের পদোন্নতি, উচ্চতর স্কেল, ভর্তি ও শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অংশ নেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ গোলাম সারওয়ার, প্রদর্শক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী, অভিভাবক প্রতিনিধি সদস্য ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, কলেজের শরীরচর্চা শিক্ষক ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি সদস্য হালিমা আক্তারসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়