রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০০:০০

শফিউল্লাহ ফাউন্ডেশনের কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এম শফিউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ৫ জানুয়ারি বুধবার বিকেলে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ মরহুমের বাসভবনে প্রায় ৮ শতাধিক নি¤œবিত্ত, দারিদ্র ও এতিমদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী।

তিনি বলেন, সমাজের অসহায় মানুষের জন্যে কিছু করার মতো আত্মতৃপ্তি আর নেই। আর মানবসেবায় আত্মতৃপ্তির পাশাপাশি সওয়াবও পাওয়া যায়। চাঁদপুরে দীর্ঘদিন যাবত সেই কাজটি করে যাচ্ছে এম শফিউল্লাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি যাঁর নামে করা হয়েছে তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন। এই মানুষটির অবর্তমানে আজকে তাঁর সন্তানরা দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

এমন সুন্দর চিন্তার যোগ্য প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ একদিন জাতির পিতার সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

মরহুম এম শফিউল্লাহর বড় মেয়ে এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা কাঁকন শফিউল্লাহর সভাপ্রধানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক মতলবের আলোর নির্বাহী সম্পাদক রোটাঃ ডাঃ মাসুদ হাসান, জাতীয় রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, মরহুম এম শফিউল্লাহর সহধর্মিণী বদরুনন্নাহার বেগম, মেজো মেয়ে সাবিহা মুনিরা, জেলা ছাত্রলীগ নেতা অপু পাটোয়ারীসহ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়