প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি বিকেলে ছেঙ্গারচরস্থ দীপু চৌধুরী মার্কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠান আয়োজন করে ছেঙ্গারচর পৌর ছাত্রলীগ।
ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকারের সভাপতিত্বে ও ছেঙ্গারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, ছেঙ্গারচর পৌরসভার কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক লীগ নেতা শামীম প্রধান, ছাত্রলীগ নেতা ইব্রাহিম, যুবলীগ নেতা দেলোয়ার, বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ডেঙ্গু, দেলোয়ার, যুবলীগ নেতা ইয়াছিন, সোহেল, ইসমাইল, ইয়াং ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ, যুবলীগ নেতা মামুন, ইদ্রিছ, শাকিল, রিয়াদ, আলামিন, রাব্বি, শাহীন, আরমান কাজী, সাকিল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা-শান্তি-প্রগতি ও গৌরবের ৭৪ বছরে ছাত্রলীগ। এই ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে প্রতিষ্ঠা করেছিলেন। তাই এই ছাত্রলীগ একটি আদর্শ সংগঠন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহী। তার নেতৃত্বে মতলবের ছাত্রলীগ সুসংগঠিত।
বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।