প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ এশিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ৫ জন আহত, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতির অভিযোগ করেছেন মালিক পক্ষ। অভিযোগসূত্রে জানা যায়, চেয়ারম্যান ঘাটস্থ এশিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টটি মোস্তফা ওয়েজ শৈবাল হোসেন সুন্দরভাবে পরিচালনা করে আসছে। এরই মধ্যে স্থানীয় কিছু সন্ত্রাসী তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনা নিয়ে পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে বিষয়টি সুরাহা করার সিদ্ধান্ত হয়।
কিন্তু কোনো কিছু বুঝে উঠার পূর্বেই গতকাল ৪ জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে ওই সন্ত্রাসীরা হোটেলে হামলা করে। জানা যায়, স্থানীয় ইমাম মুন্সী ও ৭নং তরপুরচ-ী ইউনিয়নের মেম্বার রাসেল কাজীর নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত হোটেলে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। শুধু তাই নয়, এ সময় উক্ত হোটেলের ক্যাশ থেকে তারা নগদ ৫০ হাজার টাকা ও সিসি ক্যামেরার ডিভিআর মেশিন নিয়ে যায়।
হামলায় হোটেল বয় শিপন, টাইলস মিস্ত্রী ফয়সাল ও মামুনসহ প্রায় ৫ জন আহত হয়। এ ঘটনায় ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান হোটেল মালিক মোস্তফা ওয়েজ শৈবাল।
এ দিকে ঘটনার পর পরই চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ যায়। এ বিষয়ে কোর্টে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এ ঘটনার বিষয় ৭নং তরপুরচ-ী ইউনিয়নের মেম্বার রাসেল কাজীর সাথে কথা হলে তিনি বলেন, আমি এ ঘটনার বিষয় কিছুই জানি না এবং ঘটনার যে সময় ঘটনাস্থলতো দূরের কথা আমি আশেপাশের এলাকায়ও ছিলাম না। ঘটনায় আমাকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।