প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
নোয়াখালীতে শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত রোববারের খেলায়ও হেরেছে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল। চাঁদপুরের এ দলটি পরপর দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া মোটামুটি নিশ্চিত করে ফেলেছে। আগামীকাল ৬ জানুয়ারি সবশেষ ম্যাচটি খেলবে খাগড়াছড়ির সাথে।
রোববার চাঁদপুরের সাথে লক্ষ্মীপুর প্রথমে ব্যাট করে ৪২ ওভার ২ বলে সবক’টি উইকেট হারিয়ে ২০৮ রান করে। ব্যাট হাতে লক্ষ্মীপুরের হোসাইন সর্বোচ্চ ৩২ রান করেন। বল হাতে চাঁদপুরের অনিমেস কর চারটি এবং খোরশেদ ও মাহমুদুল হাসান দুটি করে উইকেট সংগ্রহ করে।
চাঁদপুর জেলা দল ২০৯ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৩১ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ১০৬ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে অমিত সর্বোচ্চ ২০ রান করে।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলো : খোরশেদ, ফিরোজ, সিয়াম, রাকিব চৌধুরী, আবরার রশিদ সাফি, অমিত হাসান, মাহমুদুল হাসান, রাতুল দাস, হিমেল, রিয়াজ উদ্দিন, মাহনাব চৌধুরী, ফারদিন, শুভ, অনিমেষ, মুনতাসির ও ইয়াসিন পাটোয়ারী। দলের কোচ জয়নাল আবেদীন ও ম্যানেজার রাফসান জানি।