রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০

অনলাইনে নাগরিকদের সেবা যুগান্তকারী পদক্ষেপ
গোলাম মোস্তফা ॥

৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর পৌরসভা প্রাঙ্গণে ডিজিটাল হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম ও হোল্ডিং নাম্বার প্লেট সফটওয়্যার কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সকল দপ্তরে ডিজিটালাইজেশনের আদলে গড়ে উঠেছে তাদের কার্যক্রম। সে লক্ষ্যে দেশের প্রতিটি সেক্টরে ডিজিটালাইজেশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। চাঁদপুর পৌরসভা এর ব্যতিক্রম নয়। এই কার্যক্রমকে আরো একধাপ এগিয়ে নিতে ‘ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট ম্যানেজমেন্ট সিস্টেম’ ডিজিটাল প্লেট ও সফটওয়্যারের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে চাঁদপুর পৌরসভা একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। এর ফলে চাঁদপুর পৌরসভা নাগরিকদের ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট বিতরণের পাশাপাশি অনলাইন ডাটা এক্সেসের মাধ্যমে সকল নাগরিক এবং ঐ পরিবারের সকলের পুরো ডাটাও পাওয়া যাবে। পৌর এলাকাধীন সকল প্রকার হোল্ডিংয়ের সঠিকতা যাচাই করা যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে হোল্ডিং মালিকদের তাগিদ প্রদান করে হোল্ডিং কর প্রদানে উৎসাহিত করা যাবে।

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও ছিন্নমূল উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আরএস শিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী এ এইচ শামছুদ্দোহা, হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার, সহকারী প্রকৌশলী আবুল হাসান, নুরুল আমিন, কর নির্ধারক আসাদুজ্জামান শাহরিয়ারসহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়