রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০০:০০

শাহরাস্তিতে পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা
মোঃ আবুল কালাম ॥

শাহরাস্তিতে পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের নুনিয়া বেপারী বাড়ি সংলগ্ন মাঠে নুনিয়া সমাজকল্যাণ গণপাঠাগার এবং মরহুম গোলাম মোস্তফা ও পেয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পাঠাগারের আহ্বায়ক ফয়েজ আহমেদের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর কবির।

জয়নাল আবেদীন জয়ের সঞ্চালনায় ও জয়নাল আবেদীন শিপলুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোয়েব দেওয়ান, শিক্ষার্থী নাদিয়া আক্তার প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে এবং আরো বড় পরিম-লে এ বৃত্তির ব্যবস্থা করা হবে। সভাশেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ৫ম থেকে ১০ম শ্রেণির ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ টাকা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়