প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নে নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল গণি বাবুল পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক হেলাল প্রমুখ।