প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের একাংশের আয়োজনে রোববার সন্ধ্যায় গুয়াখোলা রোডস্থ মাহবুবুর রহমান শাহীনের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন।
জেলা ছাত্রদলের সাবেক নেতা সুকুমার রায়ের সভাপ্রধানে ও আব্দুর রহিম পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, পৌর বিএনপির কোষাধ্যক্ষ কাইয়ুম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ শাহআলম বাদল, যুবদল নেতা ওসমান জনি, মোহাম্মদ হোসেন মইসা, রফিক হাওলাদার, জনু গাজী, সাবেক যুবদল নেতা মিন্টু তালুকদার, জাহাঙ্গীর প্রধানীয়া, যুবদল নেতা চুন্নু দেওয়ান, ওসমান খান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহআলম চোকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা টিপু সুলতান, যুবদল নেতা শেখ মোঃ নয়ন, জেলা ছাত্রদল নেতা মোস্তফা পাটওয়ারী, খলিল প্রধানীয়া, নূরুল কবির বাঁধন, ওমর গাজী প্রমুখ।