রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০০:০০

জাহাঙ্গীর আখন্দ সেলিম পুরাণবাজার বালিকা উবির সভাপতি পুনঃনির্বাচিত
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভাধীন পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার স্মারক ২.৩৭.১৩.০০০০.২১২.২২.৩৫.২১.২৫৮৩ সূত্র মোতাবেক এ সংবাদ জানা যায়।

পরিচালনা পর্ষদের অন্যরা হলেন দাতা সদস্য সুভাষ চন্দ্র রায়, অভিভাবক সদস্য জাহাঙ্গীর মিজি, সামিমা বেগম, মোঃ আলী হোসেন, মোঃ আজিম মোল্লা, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য নূপুর সাহা, সাধারণ শিক্ষক প্রতিনিধি কানিজ বতুল চৌধুরী, মোঃ জাকির হোসেন, সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি সুমী রাণী পাল, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান।

পুনঃনির্বাচিত আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম একজন সদালাপী ও ভালো মনের মানুষ। পুরাণবাজারের শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকা-ে তাঁর অনবদ্য অবদান রয়েছে। তিনি চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্সের দীর্ঘ সময় ধরে পর পর সভাপতি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম বলেন, সবসময় আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে চেষ্টা করি। পৃথিবীতে যতো ভালো কাজ রয়েছে তা কেউ না কেউ করেছেন। তাদের সেই ভালো কাজের মধ্য দিয়েই তারা এখনো মানুষের কাছে, সমাজের কাছে সম্মানের সাথে বেঁচে আছেন। আমি মনে করি, সামর্থ্য অনুযায়ী সকলেরই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া দরকার। দেশের উন্নয়নে সুশিক্ষার বিকল্প নেই। তাই সকলকেই শিক্ষার উন্নয়নে অবদান রাখতে হবে। আমরা ব্যবসায়ীদের সহযোগিতায় পুরাণবাজার কলেজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আজ শিক্ষামন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় কলেজটির ব্যাপক উন্নয়ন হচ্ছে। অচিরেই এ কলেজে দশতলা ভবন নির্মাণ হবে। গত সপ্তাহে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিক্ষামন্ত্রী। তিনি তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ঐতিহ্যবাহী বাণিজ্যবন্দর রক্ষায় পুরাণবাজারে স্থায়ীবাঁধ নির্মাণেরও জোর দাবি জানান আলহাজ¦ জাহাঙ্গীর আখন্দ সেলিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়