প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ সৃষ্টি করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি শনিবার সকালে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন।
সংগঠনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি মোঃ শওকত করিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মোঃ মুসলিম মিয়া, যুব বিষয়ক সম্পাদক এমআই দিদার।
নিসচার ক্রীড়া সম্পাদক ফরহাদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা জীবন বাজি রেখে জীবিকা অর্জন করে চলছে। তাদের রোজগার সামান্য। সে বিবেচনায় পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ সৃষ্টি করার দাবি যৌক্তিক। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সারাদেশে যে দাবি নিয়ে মানববন্ধন ও সমাবেশে ঝড় উঠেছে, সে দাবি সরকার মেনে নিলে পরিবহন শ্রমিকদের সন্তানরা উচ্চ শিক্ষার সুযোগ পাবে।