প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
গত ১ জানুয়ারি হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়, মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরানের সভাপ্রধানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃ সেলিম মিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহজালাল চৌধুরী মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহআলম মিজি, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুকবুল হোসেন ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সেলিম প্রধানীয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ রবিউল আউয়াল।
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ রব মিজি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকার, অভিভাবক সদস্য ডাঃ আনিছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম বকাউল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শাহাজাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।