প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর মৎস্য বিভাগের আওতায় ইলিশ সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত হয়। অপারেশনে অংশগ্রহণ করেছেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ মিজানুর রহমান ও দপ্তরের ক্ষেত্র সহকারী সজিব চন্দ্র দাস ও হাফিজুর রহমান, কোস্টগার্ড সিসি মোঃ মাঈনুল হোসেন ও সহযোগী টীম, নৌপুলিশ আইসি মোহাম্মদ হোসেনসহ সহযোগী টীমের সদস্যবৃন্দ।
শুক্রবার ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিশেষ কম্বিং পরিচালনা করে ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং ২টি জাগ উচ্ছেদ করা হয়। জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী-এর নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।