প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিদ্যালয়ের এসএমসি পিটিএর আয়োজনে উত্তর শ্রীরামদী সপ্রাবির প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসএমসির সভাপতি সাংবাদিক শাহআলম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডিপিইও ফরিদউদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ ও বিদায়ী প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল, জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলার সম্পাদক গিয়াস কবির, শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি আনোয়ার হাওলাদার, সমাজসেবক হাশেম দর্জি, শিক্ষানুরাগী ডাঃ মোস্তফা কামাল, এসএমসির সহ-সভাপতি মোতালেব দেওয়ান, সহকারী শিক্ষক পারভীন আক্তার, অভিভাবক আমির হোসেন বেপারী, হানিফ চোকদার, শামছুল আলম সূর্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ফৌজিয়া বেগম। আলোচনা সভা শেষে এসএমসি, পিটিএ, শিক্ষকম-লী, অভিভাবক, কাব দল ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।