প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার সিনিয়র ইপিআই স্টাফ হুমায়ুন কবিরের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ। পৌর স্টাফ হুমায়ুন কবির গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৯ ডিসেম্বর তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। পরে তার পরিবার তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান। তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও চাঁদপুর পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।