রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০

সনাক চাঁদপুরের সঙ্গে সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি ॥

‘চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজিকরণ ও জনভোগান্তি হ্রাস’ এ স্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সাথে সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২১ সনাকের সহ-সভাপতি সবিতা বিশ^াসের সভাপ্রধানে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।

তিনি বলেন, সনাক-টিআইবির দুর্নীতিবিরোধী সকল কার্যক্রমকে ধন্যবাদ জানাই। বিশেষ করে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গ্রুপ সম্পর্কে ইতিমধ্যে জানতে পেরেছি। এসিজি গ্রুপের চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিস-সংক্রান্ত যে কোনো কার্যক্রমে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

সভাপতির বক্তব্যে সনাকের সহ-সভাপতি সবিতা বিশ^াস বলেন, চাঁদপুর সদর উপজেলা ভূমিসেবা কার্যক্রমকে সহযোগিতা করার জন্যে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গ্রুপ গঠন করা হয়েছে। তাদেরকে জানুয়ারি মাসেই ওরিয়েন্টশন দেয়া হবে। পাশাপাশি ভূমি কর্তৃপক্ষের সাথেও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গ্রুপকে পরিচয় করিয়ে দেয়া হবে।

তিনি আরো বলেন, ভূমি নিয়ে মানুষের মধ্যে এখনো অনেক জটিলতা রয়েছে। তিনি ভূমিসেবা সাধারণ জনগণের জন্যে কিভাবে আরো সহজ করা যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।

টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিস সম্পর্কিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গ্রুপের সমন্বয়কারী মোঃ উজ্জ্বল হোসাইন, সহ-সমন্বয়কারী ফাতেমা আক্তার শিমু ও সদস্য রবিউল আউয়াল।

এছাড়া টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের ওয়েবপোর্টাল হালনাগাদকরণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ ও ডিআইও বোর্ড স্থাপন, জনগণের চাহিদার ভিত্তিতে তথ্য প্রদান ও এ সস্পর্কিত রেজিস্টার/ফাইল সংরক্ষণ, সিটিজেন চার্টার হালনাগাদকরণ এবং পরামর্শ ও অভিযোগ বক্স কার্যকর করণ, তথ্যের উন্মুক্ত প্রকাশ, আইইসি উপকরণ, সিটিজেন চার্টারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হালনাগাদ ও ডিসপ্লে করাসহ ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়