প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষকে উৎসর্গ করে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক পরিবেশন করে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদের সঞ্চালনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সূচনা বক্তব্য রাখেন বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরণ। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার ও শাহরাস্তি পৌরসভার সচিব তোফায়েল আহমেদ।
অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন ঢাকার কণ্ঠশিল্পী সাধনা সরকার ও রাবেয়া আক্তার। সংগীত পরিবেশন করেন হারুন আল রশিদ, শুভ্র রক্ষিত, রাজীব চৌধুরী, এমএইচ বাতেন, ফয়সাল রশিদ শাওন, মুন্না, আরিফ, মামুন ও তন্ময়ী। যন্ত্রসংগীতে ছিলেন শুভ্র রক্ষিত, রাজীব চৌধুরী, এমএইচ বাতেন, অন্তু ও অনিক নন্দী। নৃত্য পরিবেশন করেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের নৃত্য বিভাগের শিল্পী খাদিজা লিমু, রাশেদুল রাব্বি, ওমর ইসরাত, নাজমিন ইসরাত, রুবাইয়া রুবা, মোবারক হোসেন, রাত্রি আক্তার, সামিয়া আক্তার, সুমাইয়া আক্তার, তনুশ্রী ও পাবেল।