প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগানে উৎসবমুখর পরিবেশে সারাদেশে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে পাঠ্যপুস্তক। এরই ধারাবাহিকতায় গতকাল বছরের প্রথমদিন চাঁদপুর পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি, বিদ্যালয়ের দাতা সদস্য তমাল কুমার ঘোষ। তিনি বলেন, জাতি গঠনে শিক্ষা-কার্যক্রম সফলভাবে এগিয়ে নিচ্ছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বছরের প্রথমদিন ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে পাঠ্যপুস্তক পাচ্ছে। এ ধরনের কার্যক্রম পৃথিবীতে বিরল। একটি দেশকে উন্নত করতে হলে প্রথমেই একটি শিক্ষিত জাতি গঠন করতে হবে। আর শিক্ষিত জাতি গঠনের জন্যই প্রধানমন্ত্রীর এ সাহসী উদ্যোগ। আজ প্রধানমন্ত্রীর সুচিন্তিত সিদ্ধান্তের কারণেই শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে। যা আমরা শিক্ষাজীবনে কখনো কল্পনা করতে পারিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ আলী মাঝি। উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন খান শিপন, মিজানুর রহমান খান বাদল, বিপ্লব কুমার গোপ, চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিমল চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম সারোয়ার ফেরদৌস, সহকারী শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, দুলাল চন্দ্র রায়, শাহীন সুলতানা, তাপসী চক্রবর্তী, শিপ্রা সাহা, বিশ^জিৎ চন্দ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ হোসাইন।