প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০
ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ের উপর ৯ দিনব্যাপী চাঁদপুর জেলা পুরোহিত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাঁদপুর শহরের নতুন বাজারস্থ শ্রী শ্রী গোপাল জিউড় আখড়ায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির গতকাল ৩১ ডিসেম্বর শুক্রবার ছিলো শেষদিন। এদিন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী। এ সময় তিনি সাফল্যের সনদ বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমর ঘোষ প্রমুখ।