প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০
আজ ১ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে মহান ভাষা আন্দোলনের শহীদ, মহান মুক্তিযুদ্ধের শহীদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার-পরিজন এবং চাঁদপুর জেলার মরহুম সাংবাদিক-সম্পাদকসহ সকল অসুস্থ সাংবাদিকের জন্য দোয়া, নবগঠিত সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী। অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে শিক্ষানুরাগী সাবেক অধ্যক্ষ প্রফেসর বিলকিস আজিজ, চাঁদপুর জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রজত শুভ্র সরকার ও চাঁদপুর জেলার পিপি অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী। উক্ত অনুষ্ঠানে ‘চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’র সংশ্লিষ্ট সকলকে এবং মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের আদর্শে বিশ^াসী চাঁদপুরের সচেতন লোকজনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, কার্যনির্বাহী সভাপতি গোলাম কিবরিয়া জীবন ও সাধারণ সম্পাদক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলাল।