প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০
সোশ্যাল ইসলামী ব্যাংকের বাবুরহাট উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাবুরহাট চেরাগ আলী মার্কেটে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। তিনি বলেন, এই ব্যাংকটি একটি শরীয়াভিত্তিক পরিচালিত। ইসলামী শরীয়া মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। ব্যবসায়ীরা এ ব্যাংকে নিশ্চিন্তে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খানের সভাপ্রধানে বাবুরহাট উপ-শাখার শাখা ব্যবস্থাপক প্রণব কুমার অধিকারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর অঞ্চল এসআর ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক রোটারিয়ান মোঃ আবদুল কাদের, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল মাস্টার, চেরাগ আলী মার্কেটের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আরিফ।
উদ্বোধন উপলক্ষে এর আগে সকালে খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।