প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি মোড়ে নতুন ডিজাইনে স্মারক ভাস্কর্য ‘শপথ চত্বর’ পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল।
গতকাল ৩১ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় শপথ চত্বর পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করা হয়। এ সময় পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল উপস্থিত সাংবাদিকদের জানান, এই ভাস্কর্যের তিনটি অংশ রয়েছে। ১৮, ১৬ ও ১৪ ফুট দীর্ঘ উচ্চতর স্তম্ভের একপাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তর্জনি সম্বলিত ছবি থাকবে। আরেক পাশে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ এবং অন্যপাশে মুক্তিযুদ্ধের স্লোগানগুলো লেখা খঁচিত থাকবে। শুধু তাই নয় এই ভাস্কর্যের চারপাশে সংকোচিত করে রাস্তা প্রশস্ত করা হবে। এতে যানবাহন ও জনসাধারণের রাস্তা চলাচলে সুবিধা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা, সহকারী প্রকৌশলী মোঃ হাসান, সহকারী প্রকৌশলী মোঃ নূরুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী দীলিপ কুমার দে, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজউদ্দিন হাওলাদার, ম্যানেজিং ডিরেক্টর ফিউসন ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিজাইনার এমএ হোসেন বাদল প্রমুখ।