রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০

শাহরাস্তিতে এসএসসিতে পাসের হার ৯৭.৬৫%, দাখিলে ৯৮.২০%
মঈনুল ইসলাম কাজল ॥

গতকাল ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে শাহরাস্তি উপজেলার ৩৪টি উচ্চ বিদ্যালয়ের ৩ হাজার ৪শ’ ৯৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩ হাজার ৪শ’ ১৩ জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছে ২শ’ ৬০ জন। এছাড়া উপজেলার ২১টি মাদ্রাসার ৬শ’ ৬৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৬শ’ ৫৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ- ৫ পেয়েছে ২৯ জন। আর ভোকেশনাল পরীক্ষায় একটি প্রতিষ্ঠানের ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ ছাড়া শতভাগ পাস করেছে।

উপজেলার শতভাগ পাস করা স্কুলগুলো হলো শাহরাস্তি মডেল স্কুল, নয়াগাঁও উচ্চ বিদ্যালয়, বিজয়পুর উচ্চ বিদ্যালয়, ফটিকক্ষিরা এসএ বালিকা উচ্চ বিদ্যালয়, উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়, ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়, রাগৈ উচ্চবিদ্যালয়, দক্ষিণ সূচিপাড়া ইউসি উচ্চ বিদ্যালয়, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও ইছাপুরা উচ্চ বিদ্যালয়।

উপজেলার শতভাগ পাস করা মাদ্রাসাগুলো হলো কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা, আলহাজ সিরাজউদ্দীন চৌধুরী মহিলা মাদ্রাসা, দৈয়ারা দারুসসুন্নাত মবিনিয়া নেসারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ফেরুয়া কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দশনাপাড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, রহমানিয়া নুনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, শাহরাস্তি চিশ্তিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, আহমেদনগর আব্দুল আজিজ আলিম মাদ্রাসা ও শেখ ফজিলাতুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়