প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
এসএসসির ফলাফলে মতলব উত্তরে ৯৭.২৩% পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯৭ জন। ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৯৫.৭৭%। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। দাখিল পরীক্ষায় পাসের হার ৯৮.১৭%। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।
উপজেলায় এসএসসিতে ৫ হাজার ৯৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৫ হাজার ৭৭২ জন। দাখিলে ৪৯৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৮৪ জন কৃতকার্য হয়। ভোকেশনালে ২৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৭২ জন কৃতকার্য হয়।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের কাছে ফলাফল জমা দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান। এ সময় সাথে ছিলেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।
স্কুল পর্যায়ে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। মাদ্রাসা পর্যায়ে সাড়ে পাঁচানী হোসাইনীয়া সিনিয়র মাদ্রাসা থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে।
ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার মোঃ আবুল কালাম আজাদ বলেন, করোনা মহামারীর কারণে এ বছর শিক্ষার্থীরা ঠিকমতো পাঠদানে যোগদান করতে পারেনি। তারপরও ভালো ফলাফল করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে সন্তোষজনক ফলাফল করেছে।