রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০

হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টের হত্যাকারীদের
গ্রেফতার ও ফাঁসির দাবি

চাঁদপুর বিএমটিএ’র মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) চাঁদপুর জেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শামীম পাটওয়ারী।

তিনি বলেন, অভিলম্বে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামের হত্যাকারীদের বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনে যেতে বাধ্য হবে। মেডিকেল টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীর স্যাম্পল সংগ্রহসহ রোগ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মানবসেবায় নিয়োজিত থাকেন। এ ধরনের হামলা মেনে নেয়া যায় না।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মালেক মিয়াজীর সভাপ্রধানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গোফরান হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ গিয়াস কবির, কারিগরি বোর্ডের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ নাজমুল ইসলাম, আঃ রহমান বাবু, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমেদ, সহ-সভাপতি গোলাম ফারুক তপাদার, দপ্তর সম্পাদক রতন দাস, উপদেষ্টা সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, খান মোঃ রিয়াজ, সদস্য আমজাদ হোসেন, মানিক চন্দ্র মজুমদার প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা পোষণ করেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ চাঁদপুর জেলা শাখা, সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট চাঁদপুর জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিস্ট চাঁদপুর জেলা শাখাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের সময় গত ২৮ ডিসেম্বর দুষ্কৃতকারীদের সাথে বাক্বিত-া হয়। পরে দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ওই দুষ্কৃতকারীদের হামলায় তিনি নিহত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়