প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা মহিলা দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের মুনিরা ভবন মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডঃ মুনিরা চৌধুরীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদিকা অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তার পরিচালনায় দোয়াপূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর পৌর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হিরা, সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, সাংগঠনিক সম্পাদিকা ফারজানা রোজী, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহনারা আক্তার শানু, সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, প্রচার সম্পাদক ঈষিতা বেগম প্রমুখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাডঃ কোহিনুর রশিদ, অ্যাডঃ রেহানা ইয়াসমিন কচি, অ্যাডঃ শিরিন সুপ্তা ও নাঈমা মোশারফ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা।